রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


161) নিম্নের কোনটি সমযোজী বন্ধন যুক্ত
A) CaO
B) HeN
C) KOH
D) HCL

162) নিম্নলিখিত হ্যালোজেনগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবথেকে বেশি ?
A) ব্রোমিন
B) ক্লোরিন
C) আয়োডিন
D) ফ্লোরিন

163) বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত?
A) ক্যালসিয়াম ক্লোরাইড
B) সিলিকন ডাই অক্সাইড
C) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
D) অ্যালুমিনিয়াম সিলিকেট

164) কোনটি প্রাকৃতিক পলিমার –
A) পলিথিন
B) সেলুলোজ
C) PVC
D) নাইলন 66

165) নিচের কোন গ্যাসটি সিগারেট লাইটের ব্যবহৃত হয়--
A) বিউটেন
B) মিথেন
C) প্রোপেন
D) রেডন

166) কোন বর্ণহীন গ্যাস অক্সিজেনের সংস্পর্শে বাদামী
A) N2O
B) H2
C) NO
D) NO2

167) কোন দুটি উপাদান অলিম্পিকে মশাল এর জন্য ব্যবহার করা হয় ?
A) হাইড্রোজেন ও অক্সিজেন
B) হাইড্রোজেন ও প্রোপিলিন
C) প্রোপিলিন ও বুটেন
D) মিথেন ও বুটেন

168) নিচের কোন মৌলটি অ্যামালগাম তৈরি করে ?
A) সিসা
B) দস্তা
C) পারদ
D) তামা

169) কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসটির বাষ্পঘনত্ব কত?
A) 20
B) 84
C) 21
D) 63

170) কোন ধরনের গ্যাস সিগারেট লাইটার এ ব্যবহৃত হয়--
A) বিউটেন
B) মিথেন
C) প্রোপেন
D) হাইড্রোজেন

171) নিচের কোনটি ‘গ্রীণ হাউস গ্যাস’ নামে পরিচিত?
A) O2
B) O3
C) N2
D) CO2

172) বিউটি পার্লারে কেশবিন্যাসের জন্য নীচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়?
A) ক্লোরিন
B) সালফার
C) সিলিকন
D) ব্রোমিন

173) নীচের কোন ক্ষেত্রে সবচেয়ে তীব্র আয়নীয় বন্ধন লক্ষ করা যায়?
A) Cs - Cl
B) Al-Cl
C) C-Cl
D) H -Cl

174) নিচের কোন গ্যাসের মধ্যে নাইটোজেন উপস্থিত থাকে?
A) ওয়াটার গ্যাস
B) গোবর গ্যাস
C) সেমি ওয়াটার গ্যাস
D) কারবুরেটেড ওয়াটার গ্যাস

175) গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে ব্যবহার করা হয় নিম্নের কোনটি ?
A) Zn
B) Cu
C) Mg
D) Al

176) কোনটির দ্বারা জলের অস্থায়ী খরতা দূর করা যায়?
A) HCl
B) CaCO3
C) CaCl2
D) Ca(OH) 2

177) কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
A) গ্রাফাইট
B) জীপসাম
C) জিঙ্ক
D) লেড

178) কোন যৌগটি তড়িৎযোজী ও সমযাজী বন্ধন ধারণ করে
A) CH4
B) H2
C) KCN
D) NaCl

179) নিম্নলিখিত মৌল গুলির মধ্যে কোনটি বৃহৎ আকৃতির পরমাণু আছে
A) Al
B) Si
C) S
D) P

180) SO3 -এর শিল্পোৎপাদন হয় কোন গ্যাস দুটির সংযোজনে?
A) S ও O3
B) SO2 ও O3
C) SO2 ও O2
D) S ও O2